মোবাইল দিয়ে কিভাবে এইচটিএমএল শিকব

 মোবাইল দিয়ে এইচটিএমএল শিখুন



আসসালামু আলাইকুম,অন্যান্য সম্পরদয়ের ডিজিটর দের জন্য শুভেচ্ছা রইল.
আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা পষ্টের টাইটেল দেখে বুজে গেছেন ।
 আমরা আমাদের ব্লগ সাইটে অনেক বিষয়ে পোস্ট করে থাকি, 
আপনাদের কোন বিষয়ে সাহায্যের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন।

জাক ,কথা আর না বারিয়ে আবার সরাসরি কাজের কথায় আসি ।

কিভাবে আপনারা মোবাইল দিয়ে এইচটিএমএল শিকবেন।









আমাদের আগে জানতে হবে এইচটিএমএল কী?

মনে করে্‌, এইচটিএমএল একটি কঙ্কাল কারন এসটিএমএল দিয়ে শুদু কাঠামো টা তৈরি করা হয় ।
পরে একে সিএসএস,জাভাস্ক্রিপ্ট  জেকুয়েরি,বুটস্ট্রাপ,পিএসপি আজাক্স,এগোলও দিয়ে একটি পুরো ওয়েব সাইটকে তৈরি করা হয় ।
আমারা আগে এইচটিএমএল শিকব তারপর আস্তে আস্তে পরে ধাপ গুলোতে জাব।
এগুলো শিক্তে হলে অনেক ধুর্য ধরে শিক্তে হবে।

এইচটিএমএল বিষয়ে ধারনা;

এইচটিএমএল শিতে হলে আই সম্পর্কে তো ধারনা প্রয়োজন।যেমন আপনাকে এইচটিএমএল ট্যাগ সম্পর্কে জানতে হবে ।
ট্যাগ কি?
ট্যাগ হল ওয়েব সাইটে যে লেখা গুলো দেখা জায় সে গুলো কোন ট্যাগ দিয়ে দেখানো হয়।
ট্যাগ দিয়ে কোন লেখাকে মোটা,চিকন,অনেক কিছু করা জায়।

ট্যাগ গুলো কি কি ;

১/< h1> থেকে< h7>
২/<p>
৩/<span>
৪/<a>
৫/<b>
৬/<storng>
৭/<i>

অনেক ট্যাগ আসে নিচের লিংক থেকে দেখে  নিবেন।

এইচটিএমএল লেখার জন্য আপনাকে প্রথমে অ্যাপস ডাউনলোড করতে হবে।

ওপেন করলে এইরম পেজ দেখবে।


trickbangla2


এইচটিএমএল লেখার জন্য নিচের নিয়ম টা অনুসরন করব্রন।


<!DOCTYPE html>
<html>
<head>
<title>Page Title</title>
</head>
<body>

<h1>My First Heading</h1>
<p>My first paragraph.</p>

</body>
</html>

আপনি কোড লিখার সময় যা লিকবেন বোডিতে লিকবেন।
আমি যে কোড লিখেছি এখন এটার আউটপুট যদি দেখাই তাহলে আই রকম সো করবে ।


This is a Heading

This is a paragraph.



বন্ধুরা আবারা পরের পষ্টে দেখা হবে,
সো বন্ধুরা আমার পষ্টে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি ভুল টিক করে দিবো ।
যদি আমার পোস্ট কোন ভাবে আপনার উপকারে আসে তাহলে আমার পষ্টে কমেন্ট করে জানাবেন।


4 comments:

Powered by Blogger.