কম্পিউটারের জন্য উইন্ডোজ ৭ সেটআপ কিভাবে করবেন

কিভাবে উইন্ডোজ ৭ সেটআপ দিবেন। 





আসসালামু আলাইকুম,অন্যান্য সম্পরদয়ের ডিজিটর দের জন্য শুভেচ্ছা রইল.
আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা পষ্টের টাইটেল দেখে বুজে গেছেন ।
 আমরা আমাদের ব্লগ সাইটে অনেক বিষয়ে পোস্ট করে থাকি, 
আপনাদের কোন বিষয়ে সাহায্যের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন.

    উইন্ডোজ কি ঃ
আপনারা হয় তো যারা অ্যান্ডরাইড ফোন ব্যাবহার করেছেন।
তারা হয় তো জানেন যে অ্যান্ডরাইড ফোন লাঞ্চের থাকে টি তেমনি  কম্পিউটাররে
থাকে লাঞ্চের ।কম্পিউটার আপডেট তাই এইটাকে মাসে মাসে আপডেট দেয়া হয়।

উইন্ডোজ দেয়ের জন্য কি কি প্রয়োজন?

উইন্ডোজ এর জন্য প্রয়োজন
১/উইন্ডোজ ডিস্ক 
২/সিডি রোম বা পেন ড্রাইভ
৩/আপনার মাদার বোর্ড ড্রাইভ প্রয়োজন যদি আপনার অটো ড্রাইভার নিয়ে নেয় তাহলে তো ভাল।

এখন কোথা হচ্ছে কিভাবে উইন্ডোজ দিব

প্রথমে আপনাকে কম্পিউটার চালু করতে হবে ,চালু করার পর উইন্ডোজ 
ডিস্ক সিডি রোম এর মধ্যে প্রবেশ করাতে হবে ।এর পর কম্পিউটার রিসেট করুন।
তারপর ওপেন হওয়ার সাথ সাথ আপনাকে বলা হবে press any key তখন আপনি কি-বোর্ড এর যেকোনো একটি বাটন চাপ দিবেন ।তখন এই রকম সো করবে।এবার Install now ক্লিক করুন।

তারপর এমন পাজ আসবে। Next ক্লিক করুন।




তারপর এমন পাজ আসবে।এখন আপনি custom ক্লিক করুন। আপনি যদি চান তাহলে Upgread ক্লিক করতে পারেন .Upgread করলে হবে কি আপনার আগের উইন্ডোজ ফাইল আর উপর পরে ফাইল টি আপ Upgread হবে।

এখন যদি আপনি Custom করে আপনাকে একটি অপশন দিবে আপনি আপনার আগে উইন্ডোজ ফাইল ডিলিট করে নতুন ফাইল আপডেট করে নিতে পারবেন ।এখানে আপনি পাটিশন দিতে পারেন ,পাটিশন মানে আপনার কম্পিউটার মেমরি কয় এক ভাগে ভাগ করতে পারেন ।আপনার ছি ড্রাইভ টি ফরম্যাট দিবেন ।এখন আপনার ছি ড্রাইভ টি সিলেক্ট করে দেন।

এখন আপনার মোটা মুটি কাজ শেষের পর্যায় ।এবার এই পেজ আসবে ।


এখন আপনাকে কিছু করতে হবে না ,অটো আপনার কম্পিউটার রিসেট নিবে ,সে ক্ষেত্রে আপনি ভয় পাবেন না ,copy file এর নিচে সব গুলো ফাইল আপলোড নিবে ,উইন্ডোজ অটো হবে এখন আপনাকে উইন্ডোজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।শেষ হলে এই পেজ আসবে ।

এই পেজ অটো চোলে যাবে আপনাকে কিছু করতে হবে না ।শুধু ২ মিনিট অপেক্ষা করুন ।এবার আপনার কম্পিউটার রেডি ,যে গুলো আসবে সেগুল কে স্কিপ করে দেন হয় যাবে ।

আমার পষ্টে যদি কোন ভুল থাকে আমাকে জানাবেন আমি সমাধান দেয়ার চাসটা করব ,আর আমার পোস্ট  যদি আপনার কোন ভাবে অপকার আসে তাহলে আমার পষ্টে নিচে ভাল কিছু কমেন্ট করে জাবেন ,আবার দেখা হবে পরের পষ্টে ।

2 comments:

Powered by Blogger.